সেবা কি ভাবে পাবেন (কারাগারের বাহিরে)
অনুসন্ধান কেন্দ্রঃ- রিজার্ভ প্রধান কারারক্ষী অনুসন্ধান কেন্দ্রের সার্বিক দায়িত্বে নিয়োজিত থাকেন । কারাগারে আগত যে কোন দর্শনার্থী/ব্যক্তিকে কারাগার সম্পর্কিত যে কোন সেবা যেমনঃ- বন্দীর সাথে দেখা সাক্ষাত, ওকালতনামা স্বাক্ষর, জামিনের বিষয়সহ অন্যান্য বিষয়ে তথ্য প্রদান ইত্যাদি বিষয়ে প্রাথমিক ভাবে সহায়তা করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান কারারক্ষী ।
ডেপুটি জেলারঃ- অনুসন্ধান কেন্দ্রের তথ্যের ভিত্তিতে সেবা সমূহের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন । যে সকল সেবা অনুসন্ধান কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রধান কারারক্ষীর কর্তব্যের বহির্ভুত সে সকল সেবা প্রদান করেন ।
জেলারঃ- উপরোক্ত ক ও খ এর দায়িত্ব তদারকি ও যে সকল বিষয় ক ও খ এর আওতাবর্হিভুত সে সকল সেবা সমূহ তিনি প্রদান করেন
জেল সুপারঃ- কারাগারের সার্বিক নির্বাহী ও উপরোক্ত কাজের তদারকি করেন । জেলার এর আওতাবর্হিভুত সেবা সমূহসহ এবং কারাগার সম্পর্কিত যে কোন সেবার বিষয়ে চূড়ান্তসিদ্ধান্ত গ্রহণ করেন ।
সেবা কি ভাবে পাবেন (কারাগারের অভ্যন্তরে)
কারারক্ষীঃ-বন্দীর সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকেন । কারাভ্যন্তরে যে কোন বন্দী প্রাথমিক ভাবে দায়িত্বরত কারারক্ষী নিকট হতে সেবা গ্রহণের সুযোগ রয়েছে।
প্রধান কারারক্ষীঃ- নির্ধারিত এলাকার দায়িত্বে নিয়োজিত থাকেন ও কারারক্ষীগণের কাজ তদারকি করেন । এবং কারারক্ষীর আওতাবর্হিভুত সেবা সমূহ তিনি প্রদান করে থাকেন ।
সর্বপ্রধান কারারক্ষীঃ- উপরে বর্ণিত ক ও খ শ্রেণীর কাজসহ কারাভ্যন্তরের সার্বিক কাজের তদারকি করেন । এবং প্রধান কারারক্ষীর আওতাবর্হিভুত সেবা সমূহ প্রদান করেন ।
ডেপুটি জেলারঃ- উপরে বর্ণিত শ্রেণী সমূহের কাজ তদারকি করেন । এবং সর্ব প্রধান কারারক্ষীর আওতাবর্হিভুত সেবা সমূহ প্রদান করেন ।
জেলারঃ- উপরে বর্ণিত সকল শ্রেণীর কাজ সমুহের তদারকিসহ নির্বাহী কর্মকর্তা হিসেবে কারাভ্যন্তরের সার্বিক বিষয়ে নজরদারী থাকেন ।
জেল সুপারঃ- উপরে বর্ণিত শ্রেনীর কাজ সমূহের তদারকিসহ নির্বাহী দায়িত্ব পালন করেন। এবং জেলার এর আওতাবর্হিভুত সেবা সমূহসহ যে কোন সেবার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস